আপডেট: ১৯ টা ৫৫ মিনিট, ১৩ই জুন ২০২৩।
voice live24 অনলাইন ডেস্ক : মঙ্গলবার (১৩ জুন) বাংলাদেশ আওয়ামী যুবলীগের চট্টগ্রাম মহানগর শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের যৌথ স্বাক্ষরে মো. মাহামুদুল হক সুমন চৌধুরীকে সভাপতি এবং মো. দিদারুল আলমকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য চট্টগ্রাম মহানগর শাখার ১৩১ সদস্যের মধ্যে ৪০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটি ঘোষণা করা হয়। গত ২০২২ সালের ৩০ মে অনুষ্ঠিত সম্মেলনের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য চট্টগ্রাম মহানগর শাখার কমিটি অনুমোদন দেয়া হয়। ওই কমিটির শূন্য পদ পূরণ করে আগামী ৬০ দিনের মধ্যে কেন্দ্রের অনুমোদনের জন্য জমা দেয়ায় নির্দেশ দেয়া হয়েছে।