আপডেট: ১৯টা ৩৫ মিনিট, ২০ই জুন ২০২৩।
voice live24 অনলাইন ডেস্ক:
শহর কুতুব হজরত শাহ সুফি আমানত খানের (রহ.) বার্ষিক ওরশ মাহফিল গতকাল ১৯ই জুন সোমবার অনুষ্ঠিত হয়। দরবার শরীফের আওলাত ও মতোয়াল্লী শাহ্জাদা মুহাম্মদ ফৌজুল করিম খাঁন (তাহের মিয়া) ও তার পুএ এরফান খান মহান আল্লাহর দরবারে দোয়া চেয়ে জাতি ও মানব কল্যাণে মুনাজাত করেন।
শহর কুতুব, হযরত শাহ সুফি আমানত খাঁন (রহঃ)'র ছিলেন চট্টগ্রামের একজন বিখ্যাত দরবেশ। সামগ্রিক ভাবে ধারণা করা হয়, তার আবির্ভাব ১৮শ শতাব্দির শেষ দিকে। জনশ্রুতি মতে তিনি বিহার শরীফ থেকে চট্টগ্রামে আসেন। চট্টগ্রামে তিনি একটি কুটিরে বাস করতেন এবং চট্টগ্রাম জজ কোর্টের পাখা টানার চাকুরি করতেন। অত্যন্ত অনাড়ম্বর জীবন যাপন করতেন। কোর্টে দায়িত্ব পালন এবং আরাধনায় নিয়োজিত থাকা ছিল তাঁর দৈনন্দিন বাঁধাধরা কাজ। তিনি যে আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী তা কেউ জানত না। তাঁর আধ্যাত্মিক সিদ্ধির কথা প্রকাশ পেলে তিনি চাকরি ছেড়ে দিয়ে নিজেকে আরাধনায় নিয়োজিত রাখেন।