আপডেট: ২০টা ২০ মিনিট, ১৬ ই জুন ২০২৩।
voice live24 অনলাইন ডেস্ক:: গত ১৪ জুন বঙ্গবন্ধুর ম্যুরাল ও মুক্তিযুদ্ধের বিভিন্ন প্রামান্যচিত্র ভাঙচুরের মামলার অন্যতম আসামি মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নোসাদ আল জাসেদুর রহমানকে (৩৪) দেশীয় দোনালা বন্দুক সহ গ্রেপ্তার করেছে পুলিশ। সে সময় তার বড় ভাই শিবিরের ক্যাডার গিযাস উদ্দিন আহাম্মেদ জহেদ (৪৫) দৌড়ে পালানোর সময় ডিবি পুলিশের হাতে আটক হয়।
শিবিরের ক্যাডার গিযাস উদ্দিন আহাম্মেদ জাহেদ গ্রেফতার হওয়ার পর পরই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিন্দা ও প্রতিবাদ জানিযে প্রেস বিজ্ঞপ্তি দেন।
সুত্র মতে, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর এই গিয়াস প্রকাশ জাহিদ খোলস পাল্টে স্বেচ্ছাসেবক লীগে যোগ দেন এবং আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন নেতার সাথে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে। দীর্ঘদিন ধরে এলাকায় স্বেচ্ছাসেবক লীগের নেতা হিসেবে নিজেকে পরিচয় দিয়ে আসছে। স্বেচ্ছাসেবক লীগের নাম ভাঙ্গিয়ে শিবির ক্যাডার নিক্সন ও সরোয়ারের সহযোগী হয়ে চট্টগ্রামে চাঁদাবাজি,অস্ত্র ব্যাবসা,ভুমি দখল ও মাদক ব্যাবসা সহ বিভিন্ন অপরাধে জড়িত এই জাহিদ।